নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শীঘ্রই রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে বনানী পূজা মন্ডপে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মহালয়া উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, সারাদেশে এবার প্রায় ৩০ হাজার পূজা মন্ডপ হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। আর সারাদেশের এই মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে প্রতীমা বিসর্জনের আনুষ্ঠানিকতা রাত ৮ টার মধ্যে শেষ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।