নিজস্ব প্রতিবেদক :
হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও এ নিয়ে আতঙ্ক কমেনি। ঢাকার দুই সিটি কর্পোরেশন মশা মারতে ওষুধ ছিটাচ্ছে, চালাচ্ছে চিরুনী অভিযান। বিশেষজ্ঞরা বলছেন, অভিযান থমকে গেলে চলবে না, সামনে আসছে আরো বড় বিপদ। এদিকে ডেঙ্গুর মৌসুম শেষ হয়ে আসছে বলে কি ঝিমিয়ে পড়ছে লার্ভা নিধন ও জনসচেতনতার অভিযান?
ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অতীতের রেকর্ড ভেঙ্গেছে এবছর। প্রতিদিন গড়ে প্রায় হাজার খানেক রোগী ভর্তি হচ্ছে সারাদেশের হাসপাতালগুলোতে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ডেঙ্গুর জীবাণু আগের তুলনায় বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হয়ে উঠেছে।
এদিকে দুই সিটি কর্পোরেশনই তাদের বাৎসরিক বাজেটে মশা নিধন খাতে বরাদ্দ বাড়িয়েছে বহুগুণে। বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধও ছিটানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা নিতান্তই অপচয়, মশার লার্ভা নিধন না করে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলা ও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন বাসাবাড়িতে গিয়ে লার্ভা নিধন অভিযান চালাচ্ছে। অভিযানে গত এক মাসে ঢাকার দুই সিটি এলাকার বাসা-বাড়ি অফিস এবং হাসপাতাল থেকে জরিমানা আদায় করা হয়েছে, সেই সঙ্গে কারাদণ্ডও দেওয়া হয়েছে দেড়শতাধিক বাড়ির মালিককে।
বাড়ি মালিকদের অবহেলার কারণে মশার প্রজননস্থল সৃষ্টি করার দায়ে এসব শাস্তি। কিন্তু এতেও তেমন কার্যকরিতা মিলছে না। জনগণের মধ্যে এখনও সচেতনতা আসেনি। এই অবস্থায় অভিযান ঝিমিয়ে পড়লে ডেঙ্গুর প্রকোপ আবারো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।