চট্টগ্রাম প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মৃধার হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
একই রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিরা সবাই বর্তমানে পলাতক আছেন।
২০১৪ সালের ৩০ জুলাই ঈদুল আজহার রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মৃধাকে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে একই গ্রামের আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।