“এবারের হজযাত্রায় ফ্লাইট বাতিলের কোনো শঙ্কা নেই”

“এবারের হজযাত্রায় ফ্লাইট বাতিলের কোনো শঙ্কা নেই”

শেয়ার করুন

Hajj
নিজস্ব প্রতিবেদক :

এবারের হজযাত্রায় ফ্লাইট বাতিলের কোনো শঙ্কা নেই। প্রথম দিনে সম্ভব না হলেও, হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনে প্রযুক্তিগত জটিলতা দ্রুত কাটিয়ে ওঠারও চেষ্টা চলছে। এসব কথা জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম।

সকাল সোয়া সাতটায় বাংলাদেশ বিমানের প্রথম হজ্জ ফ্লাইট বিজি-3001 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। হজ ক্যাম্পের পরিচালক জানান- যাত্রীদের ভোগান্তি দূর করতে ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে। ভিসা ব্যবস্থাপনাও যাত্রী সহায়ক করা হয়েছে। হাব সভাপতি মো. শাহাদাৎ হোসেন তাসলীমও আশা করছেন, এবার হজযাত্রীরা কোনো অসুবিধার শিকার হবেন না। কোনো এজেন্সি অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।