বেড়িয়ে আসুন বান্দরবান

বেড়িয়ে আসুন বান্দরবান

শেয়ার করুন

বান্দরবন

এটিএন টাইমস ডেস্ক:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়ী নদী, ঝর্ণার কলতানে মুগ্ধ হন পর্যটকেরা। ঈদে পর্যটকদের আকৃষ্ট করতে প্রস্তুত বান্দরবানের পর্যটন কেন্দ্রসহ হোটেল, মোটেল ও রিসোর্টগুলো।

Evergreen_Boga_Lake বগা লেক
বগা লেক, বান্দরবান

পাহাড়ি নদী ও ঝর্ণার এই কলতানে মুখরিত বান্দরবানের পাহাড়ি পরিবেশ। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহের পাশাপাশি সারি সারি পাহাড়, পাহাড়ি নদী ও ঝর্ণা সব কিছুই আকৃষ্ট করে পর্যটকদের। তাইতো সময় পেলেই সৌন্দর্য্য পিপাসু পর্যটকরা ছুটে আসেন বান্দরবানে।

Nilgiri Bandarban নিলগিরি
নিলগিরি, বান্দরবান

কাঠের ব্যবসা আগে বান্দরবানে আয়ের একমাত্র পথ থাকলেও পর্যটন শিল্পের প্রসারে পাল্টে গেছে এখানকার অর্থনীতি। পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ব্যবসা–বানিজ্য। ঈদ, পূজাসহ পর্যটন মৌসুমে পর্যটকদের ভীড় থাকে বেশি।

Buddha_Dhatu_Zadi01 স্বর্ণ মন্দির
স্বর্ণ মন্দির, বান্দরবান
hanging-bridge-bandarban ঝুলন্ত সেতু
ঝুলন্ত সেতু

এরকম হাজারো দর্শনীয় স্থান আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবান। কক্সবাজারের পরই দ্রুত এগিয়েছে বান্দরবানের পর্যটন শিল্প। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি রাখা হয়েছে নানা আয়োজন।