২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষ মেলা

২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষ মেলা

শেয়ার করুন

ramna-fairনিজস্ব প্রতিবেদক :

আগামী ২২ ডিসেম্বর অর্থাৎ পৌষের ৮ তারিখ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনের পৌষমেলা। ১৯তম এই মেলার আয়োজন করেছে পৌষমেলা উদযাপন পরিষদ।

বুধবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুস জানান, নতুন প্রজন্মকে আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতেই এই আয়োজন। মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শীতের হরেক রকম পিঠা এবং লোকজ সামগ্রীর ৫০টি স্টল থাকবে মেলায়। থাকবে নাচ, গান, আবৃত্তি, পুঁথিপাঠ, যাত্রা, সংযাত্রা ও বাউল গানসহ নানা আয়োজন।