হুমায়ূন আহমেদকে স্মরণ করল হিমু পরিবহণ

হুমায়ূন আহমেদকে স্মরণ করল হিমু পরিবহণ

শেয়ার করুন

37500330_1745742175533922_4804790539784290304_nনিজস্ব প্রতিবেদক :

বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করল তার ভক্তদের সংগঠন হিমু পরিবহণ।

প্রিয় লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগ থেকে ভোরে নুহাশপল্লীর উদ্দেশ্যে রওনা হন তারা। এসময় সবাই হুমায়ুন গল্পের চরিত্র ধারণ করেন। হলুদ পাঞ্জাবী আর নীল শাড়িতে ছিলেন বিখ্যাত চরিত্র  হিমু আর রুপার সাজে। নুহাশপল্লী যেতে পথে পথে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।

হিমু পরিবহনের পক্ষ থেকে জানানো হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হুমায়ুন আহমেদ, তাই ক্যান্সারমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টায় সবাইকে সচেতন করছেন তারা।