সাভারে বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় অন্ত:সত্ত্বার মৃত্যুর অভিযোগ

সাভারে বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় অন্ত:সত্ত্বার মৃত্যুর অভিযোগ

শেয়ার করুন

79846
সাভার প্রতিনিধি :

সাভারে একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় এক অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় রূপসী বাংলা হাসপাতালে এঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম শেফালী আক্তার (২৪) তার বাড়ী গাজীপুর জেলার সদর থানার ইছড় গ্রামে তার স্বামীর নাম সাকিবুল হাসান। এঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে।

নিহত ওই নারীর মা আমেনা আক্তার জানান গেল ২৬ জুলাই বিকেলে প্রসাব ব্যাথা উঠলে বাচ্চা হওয়ার জন্য শেফালী আক্তারকে এক দালালের মাধ্যমে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিজার না করে হাসপাতালের ডাক্তার ঔষধ খাওয়ান। ঔষধ খাওয়ার পরে তার ব্যাথা উঠলে রোগীর আর খোজ খবর নেননি হাসপাতাল কর্তপক্ষ এমন অবস্থায় আজ সকালে তার মেয়ের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার পরে ওই হাসপাতালের চিকিৎসকরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানায় রূপসী বাংলা হাসপাতালে নেই কোন অভিজ্ঞ চিকিৎক অদক্ষ চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা।

এবিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল বলেন রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিত্বে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।