শূন্য থেকে ৬ মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানোয় বিশ্বে বাংলাদেশ তৃতীয়

শূন্য থেকে ৬ মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানোয় বিশ্বে বাংলাদেশ তৃতীয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শূন্য থেকে ৬ মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক আজ জানান, এদেশে ওই বয়সী ৫৫ ভাগ শিশুকে বুকের দুধ খাওয়ানো হয়।

‘মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১ থেকে ৭ আগস্ট পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

এ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বুকের দুধ খাওয়ানোর ফলে প্রতি বছর ৮ লাখ ২৩ হাজার শিশু এবং ২০ হাজার মা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে দেশের ৫৯২টি স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার এবং ৫০টি দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুষ্টিমেলা, আলোচনা সভা এবং শোভাযাত্রসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।