বুধবার পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে স্বর্ণ মন্দির

বুধবার পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে স্বর্ণ মন্দির

শেয়ার করুন

Buddha_Dhatu_Zadi01 স্বর্ণ মন্দিরবান্দরবান প্রতিনিধি :

দীর্ঘ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে বান্দরবানের স্বর্ণ জাদি বা স্বর্ণ মন্দির।

জেলা প্রশাসক জানান, বুধবার সকাল ১০টা থেকে স্বর্ণ মন্দিরটি পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। পর্যটকদের কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

পবিত্রতা নষ্ট ও পর্যটকদের দারা মন্দিরের ভক্তদের নানা হয়রানির কারণে গত ২০ ফেব্রুয়ারি থেকে মন্দিরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

উল্লেখ্য, মন্দিরটিতে স্বর্ণের রং থাকায় এটি পর্যটকদের কাছে স্বর্ণ মন্দির নামে পরিচিতি পায়। দেশ বিদেশের অসংখ্য পর্যটক পাহাড়ের এই আকর্ষণীয় মন্দিরকে দেখতে ভিড় জমান।