বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীরা পালন করছে আষাঢ়ী পূর্ণিমা

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীরা পালন করছে আষাঢ়ী পূর্ণিমা

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীরা পালন করছে আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ মন্দিরগুলো সাজানো হয়েছে বর্নিল সাজে, আর শত শত ভক্তের পদচারণায় মুখরিত হচ্ছে দিনটি ।

সকালে ধর্মপ্রান বৌদ্ধ নারী-পুরুষেরা ইহকাল ও পরকালের শান্তির জন্য বিভিন্ন উপসনালয়ে উপস্থিত থেকে প্রার্থনায় অংশ নেয়। এসময় নারী-পুরুষ ভক্তরা বাতি প্রজ্জলন , ধর্মীয় প্রার্থনা, ভান্তেদের খাবার প্রদানসহ নানা ধর্মীয় রীতিনীতি পালন করছে ।

এ আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে  তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ব ধর্মালম্বীরা, এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায় , সৎ পথে চলা, বুদ্বের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ব ধর্মালম্বী পরিবার।