বাজারে এলো দেশের প্রথম হার্বস টি

বাজারে এলো দেশের প্রথম হার্বস টি

শেয়ার করুন

লাইফস্টাইল প্রতিবেদক: চায়ের ভিন্নতা ও বাংলাদেশের মানুষকে পুষ্টিকর চায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকার বাজারে এসেছে ইনফিউশন হার্বস টি। হার্বালিস্ট ও পুষ্টিবিদ নন্দিতা শারমিন ইনফিউশন হার্বাস টির উদ্যোক্তা। তিনি জানান, ‘আমাদের দেশের মানুষ সাধারণত যে চা পান করে তার সঙ্গে খুব একটা পুষ্টিগত দিক আমরা খেয়াল রাখি না। সেদিকটা বিবেচনা করে কয়েক বছর ধরে আমরা গবেষণা করছি। চায়ের পুষ্টিমান বিবেচনা করে আমরা বাজারে পরীক্ষামূলকভাবে চালু করেছি ইনফিউশন হার্বাস টি।’ এই চা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বেশ কার্যকর বলে মনে করেন তিনি।InfusionHerbsTea
ইনফিউশন হার্বস টির ব্র্যান্ড ব্যবস্থাপক নিশাত আনজুম জানান, ‘আমাদের দেশের মানুষের চায়ের টান আমরা সবাই জানি। সকালে এক কাপ চা না হলেই যেন দিন শুরু হয় না। চাকে পুষ্টিকর হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিবেশন করা হয়। আমাদের দেশের মানুষকে চায়ের মাধ্যমে পুষ্টিগ্রহণে সচেতন করতে প্রথমবারের মতো আমরা হার্বস টি বাজারে এনেছি।’ ইনফিউশন হার্বস টি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহীত মশলা ও চায়ের উপকরণের মাধ্যমে তৈরি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।