বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

শেয়ার করুন

148371263274নিজস্ব প্রতিবেদক :

শীতের অপেক্ষা না করেই এবার আগেভাগেই বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমী  সবজির সরবারহ থাকলেও বেশি দামের অভিযোগ তুলছেন সাধারণরা।

কুয়াশা আর ঘাসের ডগায় শিশির নিয়ে আর কদিন পরেই আসছে শীত। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে ঠান্ডা মৌসুমের সবজি। রাজধানীর বাজারগুলো ঘুরলেই চোখে পড়ছে ফুলকপি, বাধাঁকপি, শিম, লাউয়ের মত এমন সবুজের সমারোহ।

বাজারে নতুন সবজি, তাই দামটাও যেন একটু চড়া। এই যেমন নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা। লাল সবুজ টমেটো কিনতে গেলে ক্রেতারা গুনছেন সর্বোচ্চ ১৬০ টাকা। শুধু শীতেই দেখা মিলে  শালগম, মূলা, ফুলকপি, আর বাঁধা কপি। খাদ্য তালিকায় এ সবজিগুলো রাখতে চাইলে, খরচ করতে হবে বাড়তি টাকা। আর এ বাড়তি দাম নিয়ে  ক্রেতাদের  যতো অভিযোগ। তবে বিক্রেতাদের যুক্তিও রয়েছে।

শীতকালীন সবজি সকলের হাতের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন ক্রেতা সাধারণরা।