পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি

পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি

শেয়ার করুন

MKL-1নিজস্ব প্রতিবেদক :

চৈত্র-সংক্রান্তি আজ। বাংলা সন ১৪২৩ তার শেষ গান গেয়ে আজ বিদায় নেবে। চৈত্র-সংক্রান্তির এই দিনটিকে খুবই পূণ্যের দিন বলে মনে করে মানুষ।

সনাতন পঞ্জিকা মতে দিনটিকে গণ্য করা হয় মহাবিষুব সংক্রান্তি। বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এই দিনটিকে নানা উৎসবের মাধ্যমে পালন করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিজু ও বৈসাবি উৎসব। পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠী আবহমানকাল থেকে এ উৎসব পালন করে আসছে।Rangamati biju pic-12-04-17-2সাধারণত চৈত্র-সংক্রান্তিতে মেলা, গাজন ও পূজার আয়োজন করা হয়। হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, আবৃত্তি, সংযাত্রা, রায়বেশে নৃত্য ও শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে চৈত্র-সংক্রান্তি। নগর কেন্দ্রিক আয়োজনের মধ্যে নতুন বছরকে বরণের প্রস্তুতির পাশাপাশি বছরের শেষ দিনটিতে থাকে বর্ষবিদায়ের নানা আয়োজন।