ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব

ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব

শেয়ার করুন

FB_IMG_1631928129625
।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ওরাঁও নৃ-জনগোষ্ঠীর সবচে বড় ধর্মীয় কারাম উৎসব। একটি বিশেষ বৃক্ষকে ঘিরে দুই দিন ধরে চলে তাদের পূজা অর্চনা।

সদর উপজেলার গোবিন্দনগর মন্দিরপাড়া, পাঁচপীরডাঙ্গা, চন্ডিপুর সহ ৯টি গ্রামে শুক্রবার রাতে নারী ঐক্য উন্নয়ন সংঘ নামে একটি সংগঠন উদ্যোগে কারাম গাছের পুজার্চনার এই উৎসব শহরের গোবিন্দনগরে শুরু হয়। শনিবার দুপুরে দুপুরে গাছটি টাঙ্গন নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুইদিনের এই আয়োজন।

প্রতি দিনের কর্মের মাধ্যমে রোজগার করা ও করোনা থেকে মুক্তি ছিল এ বছর এই পুজোর প্রার্থনা ।
বাংলা ভাদ্রের শেষে মঙ্গলের প্রতিক হিসেবে কদমকেলী (তাদের ভাষায় কারাম) নামে বিরলপ্রজাতির বৃক্ষকে ঘিরে ওঁরাও, মুÐাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এ উৎসবের আয়োজন করে। এই উৎসব বিচ্ছিন্ন ভাবে ওঁরাও সম্প্রদায়ের মানুষরা পালন করবে আশ্বিন মাসের শেষ পর্যন্ত।