টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেয়ার করুন

4545টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার থেকে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে।

শনিবার সকালে শ্রীশ্রী বড় কালীবাড়ি থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গনে পুজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসুচিতে অংশ নেন।

এছাড়াও, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ জেলার অন্যান্য মন্দিরেও রথযাত্রা উৎসব পালিত হয়। আগামী ২২জুলাই রোববার পর্যন্ত মন্দিরগুলোতে পুজার্চ্চনা, ধর্মীয় আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ঐদিন উল্টো রথটানের মধ্যদিয়ে নয় দিনব্যাপী উৎসব শেষ হবে।