খামারবাড়িতে চলছে সবজী মেলা

খামারবাড়িতে চলছে সবজী মেলা

শেয়ার করুন

15822741_1202510743119497_8873584299988307977_n

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে চলছে সবজী মেলা। বিষমুক্ত কৃষি প্রযুক্তিতে উৎপাদিত প্রায় দেড়শ জাতের শাক-সবজি প্রদর্শন করা হচ্ছে এই মেলায়। রয়েছে শহুরে মানুষের জন্য ছাদ কৃষির নিত্য নতুন উদ্ভাবন।

শহুরে মানুষের জন্য তাজা সবজী দেখার তেমন সুযোগ কোথায়? রাজধানীতে বেড়ে উঠা শিশুরা নানারকম শাক-সবজীর নাম জানা দুরে থাক, হয়তো দেখেই কখনও। তাই বাংলাদেশে উৎপাদিত নানারকম সবজি নিয়ে তিন দিনের এই মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি তথ্য সার্ভিস।

সুস্থ থাকতে সবজি খাওয়া প্রয়োজন। আবার সেই সবজিতে যথেচ্ছ কীটনাশকের ব্যবহার দিন দিন ঠেলে দেয় মৃত্যুর দিকে। তাই মানুষকে সচেতন করতে বিষমুক্ত সবজি উৎপাদন প্রযুক্তি স্থান পেয়েছে মেলার বিভিন্ন স্টলে।

আর কংক্রিটের এই শহরে যারা এখনও সবুজ খুঁজে বেড়ান তাদের জন্য আছে ছাদ কৃষি বা ফ্ল্যাট বাড়ির বারান্দায় সবজি উৎপাদনের নানা প্রযুক্তি।