কুমিল্লায় চিকিৎসার অবহেলায় প্রসূতির মৃত্যু: তদন্ত কমিটি গঠন, হাসপাতাল মালিক আটক

কুমিল্লায় চিকিৎসার অবহেলায় প্রসূতির মৃত্যু: তদন্ত কমিটি গঠন, হাসপাতাল মালিক আটক

শেয়ার করুন

কুমিল্লা
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে রংধনু হাসপাতালে চিকিৎসার অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আটক করা হয়েছে হাসপাতালের মালিককে। সোমবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে দুপুরে রংধনু হাসপাতালের মালিক মুকুল হোসেনকে আটক করে দাউদকান্দি থানা পুলিশ।

গত ২৪ আগস্ট বিকেলে নূরজাহান নামে এক প্রসূতিকে রংধনু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. শাহনাজ পারভীন তাকে সিজারিয়ান অপারেশন করলে পুত্র সন্তান জন্ম দেন নুরজাহান। কিন্তু এরপর দীর্ঘ সময় চিকিৎসক অনুপস্থিত থাকায় অবস্থার অবনতি হলে নুরজাহানকে ঢাকায় নিয়ে আসা হয় বলে অভিযোগ স্বজনদের। রাজধানীর ধানমন্ডিতে ইউনিহেলথ হাসপাতালে ভর্তি করার পর সোমবার ভোরে নূরজাহানের মৃত্যু হয়। সোমবার দুপুর থেকে নিহতে ক্ষুব্ধ স্বজনরা রংধনু হাসপাতাল ঘেরাও এবং বিক্ষোভ করে।