‘কতিপয় দুর্বৃত্তের জন্য চিকিৎসা সেবার মতো মহান পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে’

‘কতিপয় দুর্বৃত্তের জন্য চিকিৎসা সেবার মতো মহান পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কতিপয় দুর্বৃত্তের জন্য চিকিৎসা সেবার মতো মহান পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আদালত অবমাননা সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ বলেন এই দুর্বৃত্তদের কাছে পেশাটি বন্দি হয়ে পড়েছে।

এ সময় আদালতে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে আদালত আরো বলেন, ডাক্তারদের অবহেলা থাকলে তার যথাযথ শাস্তি হওয়া উচিত। আদালত চট্টগ্রামে ধর্মঘট ডাকা প্রসঙ্গে বলেন, নিজেদের ভুল ঢাকতে ধর্মঘটের ডাক দেওয়া আরো অন্যায়। বেসরকারি হাসপাতালগুলোর পাবলিক পারসেপশন ভাল না এবং ডাক্তারদের ব্যবহার ভাল না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।