কঙ্গোতে নতুন করে ইবোলা সংক্রমনে দুইশোর বেশী মানুষের মৃত্যু

কঙ্গোতে নতুন করে ইবোলা সংক্রমনে দুইশোর বেশী মানুষের মৃত্যু

শেয়ার করুন

ebola-6543
বিশ্বসংবাদ ডেস্ক :

আফ্রিকার দেশ ডেমোক্রাটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ইবোলা সংক্রমনে দুশো’র বেশী মানুষের মৃত্যু হয়েছে।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ইবোলায় আক্রান্তের বেশীরভাগই উত্তর কেভু অঞ্চলের বেনি শহরে। সেখানে বসবাসকারী প্রায় ৮ লাখ অধিবাসীর মধ্যে ২৫ হাজার মানুষকে ইবোলার টিকা দেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। যদিও এই চিকিৎসা কর্মীদের কাজে স্বশস্ত্র সংগঠনগুলো বাধা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলাঙ্গা।

গত সেপ্টেম্বরে  বেনি শহরেই একটি চিকিৎসা দলের ওপর বিদ্রোহী সংগঠনগুলো কয়েক ঘন্টা ধরে হামলা চালানোর পর টিকা দান কর্মসূচী বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ১৯৭৬ সালের পর থেকে এ বছরের জুলাই পর্যন্ত কঙ্গোতে অন্তত দশবার এই ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।