এখনো ৬ থেকে ১০ বছর বয়সী ৪০ লাখ শিশু স্কুলে যায় না

এখনো ৬ থেকে ১০ বছর বয়সী ৪০ লাখ শিশু স্কুলে যায় না

শেয়ার করুন

save-the-children-india-logoনিজস্ব প্রতিবেদক :

দেশের ৬ থেকে ১০ বছর বয়সী ৪০ লাখ শিশু এখনও স্কুলে যায় না। এ তথ্য যুক্তরাজ্য ভিক্তিক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বাংলাদেশ বিভিন্ন সূচকে উন্নতি করলেও দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের শিশুরা শিক্ষার অগ্রগতির সুফল পাচ্ছে না বলে ওঠে এসেছে রিপোর্টে। দারিদ্র, প্রতিবন্ধিতা ও নানা সামাজিক বাধায় তারা প্রাথমিকের গন্ডি পেরোতে পারে না।

সেভ দ্য চিলড্রেনের – ‘End of Childhood’ র‌্যাংকিয়ে এবার বাংলাদেশ রয়েছে ১৩০তম স্থানে, যেখানে ভারত ১১৩ ও পাকিস্তান ১৪৯তম স্থানে। ১৭৫ টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও স্লোভেনিয়া।

বাল্যবিবাহ, কিশোরী বয়সে গর্ভধারণ, শিশুমৃত্যু, অপুষ্টি ও সহিংসতাসহ ৮ বিষয় বিবেচনায় নিয়ে এ রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি।