এখনো পিছিয়ে বাংলাদেশের পর্যটনশিল্প

এখনো পিছিয়ে বাংলাদেশের পর্যটনশিল্প

শেয়ার করুন

images2-e1434442535306নিজস্ব প্রতিবেদক :

প্রকৃতি অকৃত্তিম ভালোবাসায় যে দেশটিকে সাজিয়েছে তার নাম বাংলাদেশ। কিন্তু ভাবমূর্তি সংকট ও প্রযুক্তিগত অনগ্রসরতার কারণে এখনো পিছিয়ে আছে বাংলাদেশের পর্যটনশিল্প।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, ২০১৬-১৭-তে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল দেড় লাখ, ২০১৭-১৮ তে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখে। সংখ্যাটা কি যথেষ্ট? না, ২০১৬ সালে ১০ লাখ পর্যটক আনার যে লক্ষ্যমাত্রা ছিলো, তা তিন বছরেও পূরণ হয়নি। পরিস্থিতি উন্নয়নে পর্যটনমন্ত্রী মহাপরিকল্পনার কথা জানালেও, কতদিনে তা সম্ভব হবে সেটিই বড় প্রশ্ন।

দেশের পর্যটনশিল্পে বড় আঘাত ছিল হলি আর্টিজেন হামলা। দু’বছর পর এ অবস্থা অনেকটাই উন্নতির পথে বলে দাবী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। ইন্টারনেটের এই যুগে পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে শুধু ‘বিউটিফুল বাংলাদেশ’ ছাড়া আর কোন ব্র্যান্ডিং নেই। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বা পর্যটন করপোরেশনের ওয়েবসাইটেও রাখা নেই কোন বিদেশি পর্যটক আকর্ষণের ব্যবস্থা। তাই বেসরকারি উদ্যোক্তারা চাইছেন, ব্র্যান্ডিং বাড়ানোর পাশাপাশি অনলাইনে ফ্রি ভিসা দেওয়া হোক বিদেশি পর্যটকদের।