আষাঢ়ের প্রথম দিনে উদীচীর আয়োজনে বর্ষা উৎসব

আষাঢ়ের প্রথম দিনে উদীচীর আয়োজনে বর্ষা উৎসব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন পুড়ছে তখন ব্যাপক আয়োজনে বর্ষার ঝুমঝুম বৃষ্টির বরণডালা মাঝে মাঝেই মনে করিয়ে দিচ্ছে বর্ষাতো এসেই গেছে। এবারের বর্ষা যেমন বাঙ্গালীর জীবনে আশির্বাদ, তেমনি অতিবৃষ্টিতে দুঃখের কারনও হয়েছে। তবুও বাঙালীর কাছে ঋতু রাণীর আগমন মানেই প্রাণের উৎসব।

ষড়ঋতুর বাংলাদেশে গ্রীষ্মের দাবদাহ আর ভ্যাপসা গরমে প্রাণস্পর্শী বর্ষাঋতুর প্রথম দিন। তাইতো বর্ষা বরণের বাংলা একাডেমির প্রাঙ্গনে মেতে ওঠা। গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে চিরকালই আষাঢ় সাজে নতুন রূপ, নতুন মাধুর্যে। আসে নতুন প্রাণের সঞ্চারে প্রকৃতির অবয়বে।

পঞ্জিকার অনুশাসনে প্রাণবন্ত আষাঢ় আজ আসার কথা থাকলেও, এবার তার আগমনী বার্তা এসেছে আগেই। ঋতুর রানী বর্ষার নির্মম নৃত্য, বিষাদে ভরিয়েছে পার্বত্য জনপদ।

তবুও বর্ষা বাঙালি জীবনে নতুনের আবাহন। এতকিছু সত্ত্বেও বর্ষার আবেদন ফুরোয় না, ম্লান হয় না তার সৌন্দর্য। শত অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিড়েও কোথায় যেন মেলে এক চিলতে বিশুদ্ধ সুখ। বাঙালীর জীবনে বর্ষা নতুনের আবাহন। জীবনের বার্তা।