আট কিলোমিটার লম্বা বিয়ের পোশাক পড়ে গিনেস বুকে

আট কিলোমিটার লম্বা বিয়ের পোশাক পড়ে গিনেস বুকে

শেয়ার করুন

orissapost_1513662016_725x725বিশ্বসংবাদ ডেস্ক :

আট কিলোমিটারের বেশি দীর্ঘ এক বিয়ের পোশাক বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান।

পোশাকটি তৈরি করতে ১৫ জন কর্মী টানা দুই মাস কাজ করেন। এর আগের দীর্ঘতম বিয়ের পোশাকটি ছিল ১ কিলোমিটার ২০৩ মিটার। এই পোশাকটি পরীক্ষা করার জন্য গিনেস থেকে একদল পরিদর্শক ফ্রান্সে পৌছায়।
khaleejtimes_1513662033_725x725সম্প্রতি তারা এটিকে এযাবতকালের দীর্ঘতম বিয়ের পোশাক বলে স্বীকৃতি দেয়। গিনেসের স্বীকৃতি পাবার পর পোশাক নির্মাতারা এটিকে কেটে কেটে ছোট বিয়ের পোশাক হিসেবে বিক্রি করে আয়ের অর্থ পুরোটা দাতব্য প্রতিষ্ঠানে দেয়ার ঘোষণা দেয়।546