এটিএন টাইমস ডেস্ক:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে আমারি ঢাকা ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন করেছে। পূজা উপলক্ষে আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারি নিয়ে এলো অক্টোবরের ১১ এবং ১২ তারিখে বিশেষ বাঙালিয়ানা বুফে। আমায়া ফুড গ্যালারিতে দুইদিন ব্যাপী থাকছে বাংলাদেশী এবং ইন্ডিয়ান খাবারের বিশাল সমারোহ।
পাশাপাশি থাকছে থাই, চাইনিজ, জাপানিজ খাবার সহ বিশেষ আলাকার্ট মেন্যু। এখানে বাঙালি বুফেতে থাকছে লার্বগাই, ইয়মতালায়, দইবড়া, সালাদ l মেইন ডিশের মধ্যে থাকছে ভেজিটেবল উইথ ওয়েস্টের সস, স্টিম ফিশ উইথ লেমন চিলি, ঝিঙ্গা বিরিয়ানি, ভেজিটেবল মিলনী, মটন কালাপুরী, চিকেন মালাইকরি, হিলশা ইন্ডিয়ান স্টাইল এবং আরও অন্যান্য সুস্বাদু খাবার l ডেসার্টের মধ্যে থাকছে কারামালিজিডি মিনিচৌক্স, সিন্যামোন আপেল ক্র্যাম্বল, তরুম্বা, য়োগার্ট অরেঞ্জ প্যানকোট, ওমআলী, জর্দা রাইস, গুলাব জামন এবং আরও নানা মুখরোচক মিষ্টান্ন l আপনারা এই সকল সুস্বাদু আইটেম ডিনার বুফেতে উপভোগ করতে পারবেন ২৫০০+ টাকায় মাত্র l
দূর্গা পূজার এই আনন্দময় মূহুর্ত উপভোগ করুন আমারি ঢাকার সাথেl
রিজারভেশনেরজন্যযোগাযোগকরুন:
আমায়া: 01878422222; 01777770944, 01878499999
ই-মেইল করুন: reservations.dhaka@amari.com
ভিজিট করুন: www.facebook.com/amaridhaka