৩৯ তম বিশেষ বিসিএসে ১৩৯ জনের প্রার্থীতা বাতিল

৩৯ তম বিশেষ বিসিএসে ১৩৯ জনের প্রার্থীতা বাতিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩৯তম বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জন পদের জন্য  ১৩৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।   মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা যোগ্য নয় জানিয়ে ওই ডিগ্রিধারীপ্রার্থিতা বাতিলের বিষয়টি জানায়।

সেখানে বলা হয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রি বিডিএস ডিগ্রির সমমানের নয়।

“৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী আবেদনকারীরা ডেন্টাল সার্জন পদের জন্য যোগ্য নন।”

এ কারণে ৩৯তম বিশেষ বিসিএসের শর্ত এবং বিএমডিসির সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী ১৩৯ জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

রেজিস্ট্রেশন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ অগাস্টের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না জানিয়ে তাদের পরীক্ষার হলে না যেতে অনুরোধ করেছে পিএসসি।

স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেন।

৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।