৩৮ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৩৮ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩৮ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ২৪টি পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিসিএসে আবেদন শুরু হবে ১০ জুলাই থেকে। আবেদনের শেষ তারিখ ১০ অগাস্ট।  এবারে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

এবারে বিসিএসে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে। বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।

তা ছাড়া এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে।

এবারের বিসিএসের প্রিলিমিনারিতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনের প্রশ্ন থাকবে বলেও জানান তিনি। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন।

সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।