৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-বিপিএসসির ওয়েব সাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। চলতি বছরের ২৩ মে লিখিত পরীক্ষা শেষ হবার পাঁচ মাস পর ফলাফলের প্রকাশ করা হল।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।