মোট বেকার জনগোষ্ঠীর ২০ লাখের নেই কোনো কারিগরি দক্ষতা

মোট বেকার জনগোষ্ঠীর ২০ লাখের নেই কোনো কারিগরি দক্ষতা

শেয়ার করুন

024734Labor_kalerkantho_picনিজস্ব প্রতিবেদক :

দেশের মোট বেকার জনগোষ্ঠীর ২০ লাখের নেই কোনো কারিগরি দক্ষতা। আর একারণেই দেশ এবং বিদেশের শ্রমবাজারে তাদের যথার্থ মূল্যায়ন হয় না। অথচ বিশাল এই বেকার জনগোষ্ঠীকে যদি একটু প্রশিক্ষিত করা যায়, তাহলেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জন্য খুলে যেতে পারে সম্ভাবনার দুয়ার।

রাজধানীর কেরানীগঞ্জের ধোলাইখালের ওয়ার্কশপে কাজ করা এসব মানুষ কারিগরি অভিজ্ঞতা এবং দক্ষতায় অনন্য। কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক সনদ বা একাডেমিক সার্টিফিকেট না থাকায় দেশের চাকরির বাজারে এই শ্রমের মূল্যায়ন নেই। সেকারণে আন্তর্জাতিক শ্রমবাজারেও তাদের প্রবেশাধিকারের কোন সুযোগই নেই।

বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণা বলছে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কর্মরত বিদেশী কর্মীদের মধ্যে, গড় মাথাপিছু পারিশ্রমিকের হিসেবে ভারত ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশের শ্রমিকরা। একই কাজ বাংলাদেশী শ্রমিকরা যেখানে করেন ঘন্টাপ্রতি ২০ রিয়ালের বিনিময়ে, ভারতীয় ও শ্রীলঙ্কানরা সেখানে পান ৩৫ থেকে ৪০ রিয়াল। আর ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের কর্মীরা পান ৪৫ থেকে ৫০ রিয়াল করে। পারিশ্রমিকের এ পার্থক্যের প্রধাণ কারণ দক্ষতা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে বেকার তরুণ-তরুণীর সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে প্রায় ৩ লাখ উচ্চশিক্ষিত এবং ৪ লাখ তরুণ-তরুণীর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বাকি ২০ লাখ বেকার স্কুল বা কলেজ পর্যন্ত লেখাপড়া করেছেন। শিক্ষাবিদরা বলছেন, মোটামুটি শিক্ষিত এই বিশাল বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য প্রয়োজন কারিগরী ও ভোকেশনাল শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য সার্টিফিকেট কোর্স।