৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

৩৭ তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-বিপিএসসির ওয়েব সাইটে আসন বিন্যাস প্রকাশ করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুই ঘণ্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবেন দুই লাখ ৫৩ হাজার পরীক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষায় আড়াই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।

এর মধ্যে ঢাকা বিভাগে ১২৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী বিভাগে ২১ টি, চট্টগ্রাম বিভাগে ১৪ টি, খুলনা বিভাগে ১১ টি, বরিশাল বিভাগে ৫ টি, সিলেটি বিভাগে ৮ টি এব রংপুর বিভাগের ৮ টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ আনা নিষিদ্ধ থাকবে। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে। কারও কাছে এগুলো পাওয়া পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

বিস্তারিত আসন বিন্যাস দেখতে ক্লিক করুন