কোটা বাতিল করে পরিপত্র জারি

কোটা বাতিল করে পরিপত্র জারি

শেয়ার করুন

43061487_1172781772873426_3946009376522764288_n

নিজস্ব প্রতিবেদক :

প্রথম ও দ্বিতীয় শ্রেণি অর্থাৎ নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকল বুধবার মন্ত্রিসভার কোটা পদ্ধতি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের পর বৃহস্পতিবার এই পরিপত্র জারি করা হয়। এই পরিপত্র জারির মধ্য দিয়ে স্বাধীনতার পর চালু হওয়া সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা ব্যবস্থা বাতিল হলো।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের সই করা পরিপত্রে বলা হয়, সব সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম গ্রেড যা আগের প্রথম শ্রেণি এবং ১০ থেকে ১৩তম গ্রেডে যা আগের দ্বিতীয় শ্রেণিতে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং বিদ্যমান কোটা বাতিল করা হলো।

কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান এবং ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অবরোধ ও বিক্ষোভ চলার মধ্যেই এই পরিপত্র জারি করা হলো।