৩০ দিনে ৩৭ জন নারী আত্মহত্যা করেন!

৩০ দিনে ৩৭ জন নারী আত্মহত্যা করেন!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পারিবারিক সহিংসতার কারণে, প্রতিমাসে গড়ে ২২ জন নারী হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আর নানা কারণে প্রতিমাসে আত্মহত্যাকারী নারীর সংখ্যা ৩৭ এর বেশি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৬ উপলক্ষে সোমবার বিকেলে এক আলোচনায় সভায় এ কথা জানানো হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ওই সভায় বলা হয়, জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে যৌতুকের দাবি কিংবা পারিবারিক কলহে স্বামীর হাতে নিহত হয়েছেন অন্তত ২০৫ জন নারী।

একই সময়ে দেশে ধর্ষণের শিকার হয়েছে ৩৪২ জন, যার মধ্যে ১৩৪ জনই শিশু। সংগঠনটি দাবি করে, শ্লীলতাহানি, অপমান, পারিবারিক কলহ বা বাবা-মার উপর অভিমানের মতো কারণে আত্মহত্যা করেছে ২৯২ জন নারী।

সভায় আলোচকরা বলেন, বেশিরভাগ সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর গলিয়ে পার পেয়ে যাওয়ায়, দেশে নারী নির্যাতন বাড়ছে।