রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহবান

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহবান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে পড়া রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বাংলাদেশকে অনুরোধ করেছে সংস্থাটি।

শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের সংকটাপন্ন অবস্থায় তারা উদ্বিগ্ন। মিয়ানমারের সরকারকে সেখানকার মানুষদের রক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত ৯ই অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত ফাঁড়িতে হামলার জের ধরে অভিযান চালায় সেনাবাহিনী। এতে ৬৯ জন রোহিঙ্গা নাগরিক নিহত হন।

এর পর থেকেই তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তবে নজরদারি বাড়িয়েছে বিজিবি। গত দুদিনে অনেকেই বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ফেরত পাঠায়। এদিকে, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আং সা সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য অনলাইনে এক আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ।

মানবাধিকার রক্ষায় ব্যর্থ হওয়ায় চেঞ্জ.অর্গ নামের একটি অনলাইনে করা আবেদনে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ।