মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় আইএসের হামলার হুমকি

মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় আইএসের হামলার হুমকি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিশ্বসুন্দরী (মিস ইউনির্ভাস) প্রতিযোগিতায় হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

Miss-Universe-
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ২০১৫

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিররে’র সংবাদে জানানো হয়েছে, ওই প্রতিযোগিতায় আত্মঘাতী হামলার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে আইএস।

আগামী বছর, ফিলিপাইনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হওয়ার কথা। ফিলিপাইনের জিহাদিদের ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পোস্ট করা এ হুমকিতে বলা হয়েছে, সুন্দরী প্রতিযোগিতার নামে অশ্লীলতাকে রুখতে জিহাদিরা যে কোনো উপায়ে আত্মঘাতী হামলা চালাবে।

ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রতিবেশী কয়েকটি দেশে সম্প্রতি আইএসের অনুসারীদের উত্থান হয়েছে বলে প্রকাশ পেয়েছে।

ফিলিপাইনের ইসলামিক বিদ্রোহীগোষ্ঠী আবু সায়াফও আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।