মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী

মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আজ ৬ ডিসেম্বর, মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী। অনেকটা নীরবেই পালন করা হচ্ছে দিবসটি। পরিবারের পক্ষ থেকে এ উপলক্ষে হাসন রাজা একাডেমিতে ক্ষুদ্র পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জে লক্ষণশ্রীর জমিদার পরিবারে জন্ম হাসন রাজার। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। তিনি কতো গান রচনা করেছেন তার সঠিক হিসাব জানা যায়নি।

মরমী গানের ছকবাঁধা ধারাকে অনুসরণ করেই রচিত হয়েছে তাঁর গান। তাছাড়া সঙ্গীত, সাধনা ও দর্শনে তাঁর অভিন্ন চেতনার প্রতিফলন রয়েছে। হাসন রাজার গান ও দশর্নের প্রতি রবীন্দ্র নাথের ছিল প্রচণ্ড ঝোঁক। এ কারণে ১৯৩০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘হিবার্ট লেকচারে’ রবীন্দ্রনাথ হাসন রাজার দর্শন ও সঙ্গীতের কথা উল্লেখ করেন।

কিন্তু এই মরমী সাধকের জীবন দর্শন ও গানের চর্চা এখানে প্রাতিষ্ঠানিকভাবে হয় না বললেই চলে। হাসন রাজার জন্ম ও মৃত্যুদিবস সরকারি পৃষ্ঠপোষকতায় পালনের দাবি জানান স্থানীয়রা।