ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৩ বাঙালি কন্যার জয়

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৩ বাঙালি কন্যার জয়

শেয়ার করুন

rushanara-tulip-rupaএটিএন টাইমস ডেস্ক:

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ৩ বাঙালি বংশোদ্ভূত নারী তাদের জয় নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধুর নাতনি লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া রূপা হক ও রুশনারা আলীও জয়ী হয়েছেন।

কিলর্বান আসন থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেন টিউলিপ। একই সঙ্গে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হক পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট।

এছাড়া বেথানাল গ্রিন ও বো থেকে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়। লন্ডনের মধ্যে এবার রুপার আসনটি এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এ আসনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসের বিজয় ঠেকাতে এবার পরিবেশবাদী গ্রিন পার্টি কোনো প্রার্থী দেয়নি। তারা লেবার প্রার্থী রুপাকেই সমর্থন দিয়েছে।

অন্যদিকে ডানপন্থী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টিও কনজারভেটিভ প্রার্থীকে সমর্থন দিয়ে এ আসনে কোনো প্রার্থী দেয়নি। মাত্র তিনজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় করেন। অপর প্রার্থী হলেন লিবারেল ডেমোক্র্যাটস দলের জন বল।