দুর্ভিক্ষ মোকাবিলায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

দুর্ভিক্ষ মোকাবিলায় ৪৪০ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দুর্ভিক্ষ মোকাবিলায় জাতিসংঘের ৪৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেন প্রায় ২ কোটি মানুষ অনাহারে রয়েছেন। এই ৪ দেশের মানবিক বিপর্যয় রোধ করতে মার্চের শেষ নাগাদ জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রায় ৪শ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

এখন পর্যন্ত জাতিসংঘ মাত্র ৯ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সোমবার দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়। এছাড়া বহুদিন ধরেই নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের হাজার হাজার মানুষ অনাহারের রয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চল গত বছর থেকেই দুর্ভিক্ষে আক্রান্ত রয়েছে।

সোমালিয়ায় যা চলছে ২০০০ সাল থেকে। ২০১১ সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হন। যাদের মধ্যে অর্ধেকের বেশিই ৫ বছরের কম বয়সী শিশু।