জ্ঞান ফিরেছে ভারতীয় বুনো হাতির

জ্ঞান ফিরেছে ভারতীয় বুনো হাতির

শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি:

উদ্ধারকারী দলের সদস্য ভেটেনারী সার্জন ডা. সাঈদ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে হাতিটি চেতনা ফিরে পেয়ে স্বাভাবিক হয়।

শুক্রবার ভোরে হাতিটি পায়ের দড়ি ছিড়ে পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় ফের হাতিটিকে উদ্ধার করে শেকল ও মোটা রশি দিয়ে একটি আমগাছের সাথে বেঁধে রাখা হয়।

181951a

চিকিৎসক জানান, দীর্ঘদিন পানিতে থাকায় হাতিটির শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে।  স্যালাইন ও ওষুধপত্র দিয়ে তাকে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। খাবার হিসেবে দেয়া হচ্ছে আখ, কলাগাছ।

পরবর্তীতে হাতিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেয়া হবে। এর জন্য ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। কারণ সাফারি পার্ক থেকে দুটি পোষা হাতি এনে তাদের সহায়তায় বন্য হাতিটিকে স্থানান্তর করা হবে।