চূড়ান্ত বিজয়ের লড়াইয়ে পিছিয়ে নেই বাংলাদেশ

চূড়ান্ত বিজয়ের লড়াইয়ে পিছিয়ে নেই বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রশ্ন ছিল ৪৬ বছরে কতটা এগিয়েছে বাংলাদেশ্? উত্তর এল, মোটেও হতাশার না; বরং যেভাবে এগুচ্ছে বাংলাদেশ, একদিন হয়তো-আরও উন্নত হবার স্বপ্ন ছুয়েঁ ফেলা সম্ভব। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আসা সাধারণ মানুষ বলছেন এসব কথা।

তবে দুর্নীতি, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলছেন তাঁরা।

৩০ লাখ শহীদের রক্তে গড়া বিজয়ের টকটকে লাল সূর্যটা ছিনিয়ে আনার পর কেটে গেছে ৪৬ বছর। ৯ মাসের সেই যুদ্ধের স্মৃতি এখনও বাঙালির শিরদাঁড়া টান করে দাঁড়াবার সবচেয়ে বড় শক্তি। সেই আস্বাদ নিতেই বিজয় দিবেস জাতীয় স্মৃতিসৌধে নামে মানুষের ঢল।

এ্ই সমাগম, এই উদযাপন সাধারণকে মনে করিয়ে দেয় তাঁর শক্তি, তাঁর করণীয়। বিজয় দিবস তাই একাকার গৌরবে আর ভবিষ্যৎ কর্মচিন্তায়। এখনও যেতে হবে অনেকটা দূর। এখনও বাকী চূড়ান্ত বিজয়। এখনও বাকী সামাজিক ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠা।

এখনও বাঙলার কোনো না কোনো ঘরে ডুকরে কাঁদে অসহায় নারী, শিশু, দারিদ্র আর দুর্নীতির কষাঘাত। এসব অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তির দোলায় ঢেউ দেয় কত শত বিষয়। ৪৬ বছরে এগুলোও একেকটি বিজয় স্মারক সাধারণের কাছে।