চিকিৎসায় নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন জাপানী বিজ্ঞানী

শেয়ার করুন

japannnnএটিএন টাইমস ডেস্ক: 

এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি। প্রাণীকোষ কী করে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেই গবেষণার জন্য তাকে এই পুরষ্কার দেয়া হচ্ছে।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার বিজয়ী হিসেবে ইয়োশিনোরি ওশুমির নাম ঘোষণা করে।

ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, ঠিক কোন জটিলতার কারণে ক‌্যান্সার থেকে শুরু করে পারকিনসনস ডিজিজের মত জটিল রোগ হয় তা বুঝতে ইয়োশিনোরি ওশুমির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বেকারিতে ব‌্যবহৃত ইস্ট নিয়ে গবেষণা করে তিনি দেখিয়েছেন, কী করে কোষ তার নিজের উপাদান ‘হজম করে’ ফেলে। ১৯৪৫ সালের ৯ ফেব্রুয়ারি জাপানের ফুকুওয়কায় জন্মগ্রহণকারী ওশুমি, টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন ও শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আর সাহিত্যে নোবেল বিজয়ীর নাম পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়েছে।