আন্তর্জাতিক গণমাধ্যমে মীর কাসেমের ফাঁসি

আন্তর্জাতিক গণমাধ্যমে মীর কাসেমের ফাঁসি

শেয়ার করুন

crime

এটিএন টাইমস ডেস্ক :

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরের বিষয়টি বরাবরই আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়ে আসছে।

মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারকে প্রভাবিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কোটি কোটি ডলারে লবিস্ট নিয়োগ তাকে আলোচনায় এনেছে।

crime 1বিবিসি অনলাইনে বলা হয়েছে, ইসলামীপন্থী টাইকুন মীর কাসেম আলিকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার দেয়া খবরের শিরোনাম ছিলো, একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ জামায়াত নেতা মীর কাশেম আলীকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ জানিয়েছে, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আরেক শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো বাংলাদেশ। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াতে খবর এসেছে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে জামায়াতের আরেক শীর্ষ নেতার ফাঁসির দণ্ড।