২৪ ঘণ্টায় বিশ্বে রোগী বেড়েছে ৮১ হাজার

২৪ ঘণ্টায় বিশ্বে রোগী বেড়েছে ৮১ হাজার

শেয়ার করুন

 

Corona patient-2 (1)

বিশ্বজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। কোনো কোনো দেশে নতুন আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও অন্য দেশগুলোতে বাড়ছে তারচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮১ হাজার ১১৪ জনের দেহে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আর এর মধ্য দিয়ে মোট  আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭ টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৬ লাখ ৩৭ হাজার ৬৩৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন মানুষ করোনায় মারা গেছেন।

অন্যদিকে এখন পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ৬০৪ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
বিশ্বে এখন ৬টি দেশে এক লাখের উপরে করে রোগী রয়েছে। আরও দুটি দেশের রোগীর সংখ্যা লাখ ছুঁইছুঁই করছে। এদের মধ্যে ৮ লাখেরও বেশি রোগী নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। আর স্পেনের রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন। তৃতীয় স্থানে থাকা ইতালিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন।

অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে ১ লাখ ৫৯ হাজার ৮৭৭ জন, জার্মানিতে ১ লাখ ৫০ হাজার ৬৪৮ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৪৯৫ জন, তুরস্কে ৯৮ হাজার ৬৭৮ জন এবং ইরানে ৮৫ হাজার ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৭৯৮ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে অবশ্য নতুন সংক্রমণ অনেক কম।

করোনায় মৃত্যুর দিক দিয়ে কয়েক দিন আগেই সব দেশকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট ৪৭ হাজার ৬৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে করোনায় মারা গেছেন ২৫ হাজার ৮৫ জন।

অন্য দেশগুলোর মধ্যে স্পেনে ২১ হাজার ৭১৭ জন, ফ্রান্সে ২১ হাজার ৩৪০ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ১০০ এবং ইরানে ৫ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে মারা গেছেন।