২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি

২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন মেসি। নিজেদের ওয়েবসাইটে বার্সেলোনা নিশ্চিত করেছে বিষয়টি। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল মেসির চুক্তি নবায়নের বিষয়ে। অবশেষে তা আলোর মুখ দেখলো।

বিবৃতিতেও বার্সেলোনা জানিয়েছে, মেসির চুক্তি নবায়নে ক্লাব খুশি। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, পুরো ক্যারিয়ারই খেলেছেন বার্সায়। এদিকে, নতুন চুক্তি অনুযায়ী মেসির বেতন হবে সপ্তাহে ৫ লাখ পাউন্ড। যা বাংলাদেশির টাকায় প্রায় ৫ কোটি ২২ লাখ টাকা। পূর্বের চুক্তিতে এর পরিমাণ ছিল সপ্তাহে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড।

এছাড়া বেড়েছে ‘রিলিজ ক্লজ’ও। আর্জেন্টাইন এই তারকাকে কিনতে কোনো ক্লাবকে খরচ করতে হবে ২৮০ মিলিয়ন ইউরো। মধুচন্দ্রিমা থেকে ফিরলে চুক্তিতে সই করবেন এমএল টেন। আর নতুন কোচের অধীনে প্রস্তুতি শুরু হবে ১২ জুলাই।