সৌদি আরবের তেল রফতানি ৬২ শতাংশ কমেছে

সৌদি আরবের তেল রফতানি ৬২ শতাংশ কমেছে

শেয়ার করুন

Saudi oil depo
সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ কমে গেছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ এ বছরের দ্বিতীয় প্রান্তিকের যে হিসাব প্রকাশ করেছে তাতে এ চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার ওই হিসাব প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটির কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কমেছে সৌদি আরবের তেল রফতানি। গত মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায় গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছায়, যা আগের মাসের চেয়ে মাত্র ০ দশমিক ৫ শতাংশ বেশি।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ লাখ ৮০ হাজার কোটি রিয়াল মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে।এসব দেশ মিলে দৈনিক ৯৭ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। এই পরিমাণ তেল  বিশ্বজুড়ে সরবরাহের ১০ শতাংশের সমান।