সোয়াইন ফ্লুর তুলনায় ১০ গুণ প্রাণঘাতী করোনা: হু

সোয়াইন ফ্লুর তুলনায় ১০ গুণ প্রাণঘাতী করোনা: হু

শেয়ার করুন

 

WHO

করোনা ভাইরাস ভয়াবহ প্রাণঘাতী। বিশ্বের উন্নত দেশগুলোও এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছে না। এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের লক্ষাধিক মানুষের পাণ কেড়ে নিয়েছে। করোনা ভাইরাস বা কোভিড-১৯ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসুস বলেন, সোয়াইন ফ্লর থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনা।
কোভিড-১৯ অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে। সেই তুলনায় কমার গতি অত্যন্ত কম। আক্রান্ত দেশগুলিকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন পর্যন্ত বিভিন্ন দেশে করোনা মোকাবিলায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া অবস্থা অনুযায়ী নিয়ন্ত্রণ পদক্ষেপ থেকে ধীরে ধীরে সরে আসার পরামর্শ দেন হু প্রধান।

সংস্থাটি সতর্ক করে জানায়, সোয়াইন ফ্লু যাকে আমরা N1H1 ভাইরাস বলে জানি, তার থেকেও ১০ গুন প্রাণঘাতী এই করোনা ভাইরাস। ২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারির আকার নিয়েছিল সোয়াইন ফ্লু।

গোটা করোনায় বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে আমেরিকাতেই মৃত্যু হয়েছে প্রায় ২৩ হাজার মানুষের। ইতালিতে ২০ হাজারের বেশি। বৃটেনে মারা গিয়েছেন ১১ হাজার ৩২৯ জন। ইরানে সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। জার্মানিতেও মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯ লক্ষ ২০ হাজার ৯৮৫ জন। সেই তুলনায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৪ লাখ ৫৩ হাজার ১৪৫ জন।

বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। প্রথম শনাক্তের পর আক্রান্তের সংখ্যা প্রথম ১০০ জনে পৌঁছাতে সময় লাগে ২৮ দিন। তবে গত কয়েক দিনে এই চিত্রে পরিবর্তন আসে। গত রবিবার ১৩৯ জনের দেহে আর সোমবার ১৮২ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর।

তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা শনাক্তে পরীক্ষার সংখ্যা বাড়ানো হলে আক্রান্তের সংখ্যায় ব্যাপক পরিবর্তন হবে। বিশ্বের আক্রান্ত প্রায় সকল দেশের ক্ষেত্রেই এমন ঘটেছে।