‘রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে’

‘রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের ফেরত নিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানালেন সফররত মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশো। কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুপালং এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উদ্বাস্তুদের জন্য মার্কিন ত্রাণ সহায়তা অব্যাহত থাকার কথা জানিয়ে হেনশো বলেন, সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মিয়ানমার সফর শেষে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনশো।

রোহিঙ্গারা কেন ও কীভাবে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছে এবং তাদের সহায়তায় কতোটা ঘাটতি আছে, সেসব জানতেই কক্সবাজারে আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করছেন মার্কিন প্রতিনিধিদলটি।