‘যুক্তরাজ্যে সবাইকে করোনার ভ্যাকসিন দেয়া হবে না’

‘যুক্তরাজ্যে সবাইকে করোনার ভ্যাকসিন দেয়া হবে না’

শেয়ার করুন

 

Corona vacine_2

যুক্তরাজ্যে সবাইকে করোনার ভ্যাকসিন দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির ভ্যাকসিন বিষয়ক টাস্কফোর্সের প্রধান কেইট ব্রিংহাম। তিনি বলেছেন, শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদেরই করোনার ভ্যাকসিন দেয়া হবে।

ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী কোন শিশুকে করোনার ভ্যাকসিন দেয়া হবে না। ৫০ বছরের ওপরে যাদের ঝুঁকি রয়েছে তাদের প্রথমে ভ্যাকসিন দেয়া হবে। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

তিনি আরো বলেন, অনেকেরই ধারণা সবাইকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। কিন্তু তা হবে না। ইউরোপের মধ্যে অন্যতম করোনা বিপর্যস্ত দেশ যুক্তরাজ্য। দেশটিতে এরইমধ্যে করোনায় ৪২ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।