বিশ্বে ১৫ দিন পর করোনায় মৃত্যু ৪ হাজারের নীচে

বিশ্বে ১৫ দিন পর করোনায় মৃত্যু ৪ হাজারের নীচে

শেয়ার করুন

 

Corona death-5

১৫ দিন পর করোনাভাইরাসে দৈনিক হিসাবে ৪ হাজারের নীচে মৃত্যু দেখলো বিশ্ব। শনাক্ত হয়েছে দু’লাখ ১১ হাজারের মতো। সবমিলিয়ে ৬ লাখ ৫৫ হাজার ছাড়ালো প্রাণহানি। সংক্রমিত এক কোটি ৬৬ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে দিনে ৫৭০ জনের মৃত্যু হলেও, মোট প্রাণহানি ছাড়ালো দেড় লাখ। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ৪৪ লাখ।

তবে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত। দেশটিতে ৬৩৬ জনের মৃত্যুতে, মোট প্রাণহানি ৩৩ হাজার ছাড়ালো। রোগী শনাক্তও হয়েছে রেকর্ড সাড়ে ৪৬ হাজার; মোট আক্রান্ত ১৫ লাখের কাছাকাছি।

একদিনের হিসাবে, ব্রাজিলে মারা গেছেন ৬২৭ জন। লাতিন দেশটিতে মোট মৃত্যু ৮৮ হাজারের মতো, আক্রান্ত পৌণে ২৫ লাখ। দিনে ৩শ’ জনের মৃত্যুতে মেক্সিকোয় মোট প্রাণহানি ৪৪ হাজার।