বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

শেয়ার করুন

 

coronavirus positive

বিশ্বজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। কোনো কোনো দেশে নতুন আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও অন্য দেশগুলোতে বাড়ছে তারচেয়ে বেশি। ইতোমধ্যে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুাড়িয়ে গেছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টা নাগাদ বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ লাখ ৬৫ জন।

অন্যদিকে বিশ্বে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। ।

এখন পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ২৮৯ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা আরও বেড়েছে। দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জন।
স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪০ জন। তৃতীয় স্থানে থাকা ইতালিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন।

অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন, জার্মানিতে ১ লাখ ৩২ হাজার ২১০ জন,  যুক্তরাজ্যে ৯৩ হাজার ৮৭৩ জন এবং ইরানে ৭৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন রোনাভাইরাসে।

চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ২৯৫ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে নতুন করে আবার সংক্রমণ হচ্ছে। যদিও এর বেশিরভাগই বিদেশ থেকে ফেরা চাইনিজদের মধ্যে বলে দাবি করছে দেশটি।

করোনায় মৃত্যুর দিক দিয়ে কয়েক দিন আগেই সব দেশকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট ২৬ হাজার ২৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে করোনায় মারা গেছেন ২১ হাজার ৬৭ জন।

অন্য দেশগুলোর মধ্যে স্পেনে ১৮ হাজার ২৫৫ জন, ফ্রান্সে ১৫ হাজার ৭২৯ জন, যুক্তরাজ্যে ১২ হাজার ১০৭ এবং ইরানে ৪ হাজার ৬৮৩ জন করোনাভাইরাসে মারা গেছেন।