বিতর্কিত টুইট করে তোপের মুখে ওয়াকার

বিতর্কিত টুইট করে তোপের মুখে ওয়াকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নারী ক্রিকেট নিয়ে বিতর্কিত টুইট করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস। তবে, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার।

ইংল্যান্ডে বসেছে নারী বিশ্বকাপের ১১তম আসর। আর এই আসর চলাকালিন টুইটারে আইসিসিকে নারীদের ওয়ানডে ম্যাচের ওভার কমানোর পরামর্শ দেন ওয়াকার। টুইটারে তিনি লেখেন, ৫০ ওভারের পরিবর্তে নারীদের ক্রিকেট ৩০ ওভারে করা দরকার। এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন ওয়াকার।

অনেকে বলছেন: ওয়াকারের এই পরামর্শ আপত্তিকর ও বৈষম্যমুলক। তবে পাল্টা ব্যাখ্যাও দিয়েছেন ওয়াকার। তিনি জানিয়েছেন, ওভার কমালে দর্শক, ম্যাচের গতি ও প্রতিযোগিতা বাড়বে। সেটা নিশ্চয় নারীদের প্রতি কোন বৈষম্যমুলক মন্তব্য নয়।